রুশদিকে হত্যার চেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত হাদি মাতার, সাজা ঘোষণা এপ্রিলে

বঙ্গবার্তা ব্যুরো,
লেখক সালমান রুশদিকে হত্যার চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০২২ সালে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদির উপর হামলা হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপান নিউ জার্সির যুবক হাদি মাতার। তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত।শুক্রবার তাঁকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন নিউইয়র্ক স্টেটের চাটাউকুয়া কাউন্টির আদালত। আগামী ২৩ এপ্রিল হাদি মাতারের সাজা ঘোষণা করা হবে।
২০২২ সালে আমেরিকায় একটি সাক্ষাৎকার অনুষ্ঠান চলাকালেই রুশদির উপর হামলা চালায় ওই আততায়ী। হঠাৎই মঞ্চে উঠে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন রুশদিকে। রুশদির মুখমণ্ডলে ও ঘাড়ে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়। মঞ্চেই লুটিয়ে পড়েন বুকারজয়ী ব্রিটিশ লেখক। যদিও দীর্ঘ দিন চিকিৎসার পর কিছুতা সুস্থ হয়ে উঠলেও একটি চোখে দৃষ্টি হারান রুশদি। অকেজো হয়ে গিয়েছে একটি হাতও। হামলার দিন রুশদির সাক্ষাৎকার নিচ্ছিলেন হেনরি রিস। হামলায় তিনিও মাথায় আঘাত পান। বিচারপ্রক্রিয়া চলাকালীন সাক্ষ্য দিয়েছেন রুশদি স্বয়ং।
রুশদি ১৯৮১ সালে ‘মিডনাইটস চিলড্রেন’ লিখে খ্যাতি অর্জন করেন। ১৯৮৮ সালে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাস লিখেছিলেন রুশদি। বিতর্কিত এই উপন্যাসের জন্য তাঁর বিরুদ্ধে ইরানের ধর্মীয় নেতা ‘মৃত্যু ফতোয়া’ জারি করেন। এর পর থেকেই সালমান রুশদি হত্যার হুমকি পেয়ে আসছিলেন।