ইজরায়েলি হানায় গাজায় মৃত্যু হামাস গোয়েন্দা প্রধান ওসামা তাবাশের

Hamas Intelligence Chief Osama Tabash Killed in Israeli Airstrike

বঙ্গবার্তা ব্যুরো,
গাজায় হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাশের মৃত্যু হয়েছে লাগাতার ইজরায়েলি হামলায়।ইজরায়েলের সেনার তরফে একটি বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে। হামাস গোয়েন্দা প্রধানের মৃত্যুকে বড় সাফল্য বলেই মানছে ইজরায়েল।

আইডিএফ এবং শিন বেটের যৌথ বিবৃতি অনুসারে, তাবাশ হামাসের খান ইউনিস ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন।ওসামা তাবাশ বছরের পর বছর ধরে সন্ত্রাসী কাজকর্ম এবং হামলার পরিকল্পনায় জড়িত ছিল। ২০০৫ সালে গাজার গুশ কাতিফ জংশনে একটি আত্মঘাতী বোমা হামলায় ইজরায়েল সিকিউরিটি এজেন্সি শিন বেটের সমন্বয় করা ওদেদ শ্যারন নিহত হয়েছিল – এর মাথা ছিলেন তাবাশ।

আইডিএফ-এর দাবি ৭ অক্টোবর হামাস যে হামলা চালিয়েছিল তার কৌশল পরিকল্পনা এবং সমন্বয়ে তাবাশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তবে শুধু ওসামা তাবাশ নয় এবারের বড়সড় হামলায় গাজার সরকারের প্রধান ইসাম আল-দালিস-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্তার মৃত্যু হয়েছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোরের ইজরায়েলি বিমান হামলায় গাজার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার ডিরেক্টর জেনারেল বাহজাত আবু সুলতানেরও মৃত্যু হয়েছে।

14:30