মৃতদেহ ফেরাল হামাস, নির্বিঘ্নেই হল প্যালেস্তেনীয় বন্দী বিনিময়

বঙ্গবার্তা ব্যুরো,
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ৬০০র বেশি প্যালেস্তেনীয়কে মুক্তি দিয়েছে ইসরায়েল এবং চার বন্দীর মরদেহ ফেরত দিয়েছে হামাস।গত শনিবার ছয় ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছিল হামাস। তাঁদের সঙ্গে চার বন্দীর মৃতদেহও হস্তান্তর করা হয়। বিনিময়ে ৬২০ জন প্যালেস্তেনীয় কারাবন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। কিন্তু বন্দিদের মুক্তির সময় হামাসের অনুষ্ঠান ‘অপমানজনক’ এমন অভিযোগ তুলে বন্দীদের মুক্তি থামিয়ে দেয় ইসরায়েল।
এর পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি করেন প্রতিবার বন্দিদের মুক্তির সময় হামাসের এই ‘অপমানজনক’ ব্যাপারটা বন্ধ করতে হবে। গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস এ পর্যন্ত ২৫ জন বন্দিকে এভাবেই মুক্তি দিয়েছে বলে অভিযোগ। শনিবার সপ্তম দফায় বন্দি বিনিময়ের অংশ হিসেবে ছ’জন বন্দিকে ও চার মৃতদেহ হামাস প্রত্যর্পন করলেও বিনিময়ে কিন্তু ৬০০ জনেরও বেশি বন্দিকে মুক্তি দেয় নি ইজরায়েল। উল্টে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন “যেকোনো মুহূর্তে তীব্র যুদ্ধ পুনরায় শুরু করতে আমরা প্রস্তুত,”
সেই জটিলতা কেটে গিয়ে ৬০০ জনেরও বেশি প্যালেস্তেনীয় বন্দীকে মুক্তি দেওয়ার পর বৃহস্পতিবার ভোরে চার ইসরায়েলি বন্দীর মৃতদেহ হস্তান্তর করে হামাস।হিসেব মত এখন পর্যন্ত ইজরায়েলের ২৫ জন বন্দীকে জীবিত অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে ১,১০০ জনেরও বেশি প্যালেস্তেনীয় বন্দীর বিনিময়ে।