শ্যামপুকুরে স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, উত্তেজনা

School Harassment Incident in Shyampukur

পীযূষ চক্রবর্তী,
স্কুলের মধ্যে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল। যা নিয়ে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কলকাতার শ্যামপুকুরের একটি বেসরকারি স্কুল। অভিভাবকদের প্রতিবাদে ব্যাপক উত্তেজনা দেখা দেয় ওই স্কুলে।
জানা গিয়েছে, শ্যামপুকুরের ওই স্কুলে বেশ কয়েকদিন ধরে কাজ চলছে। সেখানে রাজমিস্ত্রিরা কাজ করছেন। অভিযোগ, স্কুলের বাথরুমে যাওয়ার সময় ছাত্রীদের ডেকে কুপ্রস্তাব দিচ্ছেন কয়েকজন রাজমিস্ত্রি। ওই ছাত্রীদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানিও করা হচ্ছে। যার জেরে আতঙ্কিত গার্লস স্কুলের ওই পড়ুয়ারা। ছাত্রীরা বিষয়টি বাড়িতে গিয়ে বললে অভিভাবকরা এদিন জোটবদ্ধভাবে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তারা প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করতে চান। কিন্তু তাদের সঙ্গে দেখা করতে রাজি হননি ওই প্রধান শিক্ষিকা। বাধ্য হয়ে তারা পরে তার পদত্যাগের দাবিতে স্কুলের গেটে বিক্ষোভ দেখানো শুরু করেন। পরে পুলিশ গেলে তাদের সঙ্গে বচসা বাধে অভিভাবকদের। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের ওপর আক্রমণ চালায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে।
স্কুলের প্রধান শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষ অবশ্য গাফিলতির অভিযোগ মানতে চাননি। স্কুলের এই ঘটনায় আট জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

05:39