প্রশাসনের নির্দেশ অমান্য করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিলিয়ন ডলার ফান্ড স্থগিত

Harvard University funding suspension by Trump administration​

Upload By K. Halder at 15th March 2025, 05:12 PM

বঙ্গবার্তা ব্যুরো,
বেশ কিছু নির্দেশ অমান্য করায় এবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোপে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। নির্দেশ অমান্যর জেরে বিশ্ববিদ্যালয়কে ২২০ কোটি ডলারের সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক নির্দেশগুলোর মধ্যে আছে ক্যাম্পাসে অ্যান্টি সেমিটিজম বা ইহুদিবিদ্বেষ দমনে পদক্ষেপ গ্রহণ, প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন, নিয়োগ ও ভর্তির প্রক্রিয়ায় পরিবর্তন, ডাইভার্সিটি অফিস বন্ধ করা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাছাই পর্বে অভিবাসন দফতরের সঙ্গে সহযোগিতা ইত্যাদি।


গাজা যুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্যালেস্তাইনপন্থী বিক্ষোভ হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ করে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ করছেন না বলেও অভিযোগ তোলা হয়। বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয়, সেই বিষয়ে কিছু শর্তাবলী ও জানিয়ে দেওয়া হয়েছিল সরকারের তরফে। বলা হয় সেই নির্দেশ না মানলে তার শাস্তি হিসেবে বিশ্ববিদ্যালয়কে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করা হবে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবীর কাছে মাথা নত না করায় ফান্ড স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের।

ট্রাম্প প্রশাসনের নতুন শর্তাবলির বিরোধিতা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন এম গার্বার।হার্ভার্ডের প্রেসিডেন্ট এক চিঠিতে জানান, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার নিয়ে কোনো রকম দরকষাকষি করা হবে না। এর জবাবে ট্রাম্পের “জয়েন্ট টাস্ক ফোর্স টু কমব্যাট অ্যান্টি-সেমিটিজম” একটি বিবৃতিতে জানায়, বহু বছরের অনুদান বাবদ ২.২ বিলিয়ন এবং অতিরিক্ত ৬০ মিলিয়ন ডলারের সরকারি চুক্তি স্থগিত করা হয়েছে।

19:51