বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সমাজ মাধ্যম
মহম্মদ শামির বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন হাসিন জাহান। স্কুলের পোশাক পরা আইরার একটা ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে দিয়েছেন হাসিন। হাসিমুখে দাঁড়িয়ে আইরা। সেখানেই হাসিন লিখেছেন, “ভগবানের আশীর্বাদে আমি খুব খুশি। শত্রুরা চেয়েছিল, আমার মেয়ে যাতে ভাল স্কুলে ভর্তি হতে না পারে। কিন্তু ওপরওয়ালা সকলের মুখে কালি লাগিয়ে দিয়েছে। আমার মেয়ে খুব ভাল একটা আন্তর্জাতিক স্কুলে ভর্তি হয়েছে।”
‘আমার মেয়ের বাবা, সে একজন কোটিপতি। কিন্তু সে মহিলাদের নিয়ে লাম্পট্যে ব্যস্ত। নিজের রক্ষিতার সন্তানকে সেরা স্কুলে ভর্তি করছে। রক্ষিতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিমানের বিজনেস ক্লাসের টিকিট কাটছে। কিন্তু নিজের মেয়ের পড়াশোনার কথা উঠলেই ওর অভাব দেখা যায়।’
হাসিন শামির বিরুদ্ধে মেয়েকে অবহেলার অভিযোগ করলেও গত ১৭ জুলাই আইরার জন্মদিনে পোস্ট করেন শামি। সমাজমাধ্যমে তিনি লেখেন, “এখনও আমার সেই সব রাতগুলো মনে আছে যখন আমরা জেগে থাকতাম, কথা বলতাম, হাসাহাসি করতাম এবং বিশেষ করে তোর নাচ উপভোগ করতাম। বিশ্বাসই হচ্ছে না যে তুই এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। তোর জীবনে সব সময় ভাল কিছু হোক এটাই চাই।
২০১৮ সালে শামি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা করেন হাসিন। কয়েকদিন আগে বিবাহবিচ্ছেদের মামলায় বড় ধাক্কা খান তারকা পেসার। প্রাক্তন স্ত্রী হাসিন এবং মেয়ে আয়রার ভরণপোষণের জন্য প্রতি মাসে চার লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।