প্রেম রাখছেন না গোপনে, বান্ধবীকে নিয়ে লন্ডনের রাস্তায় প্রকাশ্যে চাহাল

বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

এবার লন্ডনের রাস্তায় একান্তে দেখা গেল চাহাল এবং মাহভাশকে। নিজেদের প্রেম নিয়ে আর কোনও লুকোছাপা রাখতে চাইছেন না চাহাল এবং মাহভাশ

প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর প্রথম বার দু’জনকে একসঙ্গে দেখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির সময়। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ের স্টেডিয়ামে পাশাপাশি বসেছিলেন তাঁরা। পরে আইপিএল পঞ্জাব কিংসের ম্যাচের সময় অনেক বার স্টেডিয়ামে দেখা গিয়েছে সুন্দরী তনয়াকে। চাহালের জন্য গলা ফাটিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে তাঁদের গতিবিধি ঘিরে গুঞ্জন থামছেই না। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল এক ভাইরাল ভিডিও, যেখানে লন্ডনের রাস্তায় একসঙ্গে হাঁটতে দেখা গেছে এই জুটিকে।

দিনকয়েক আগেই মাহভাশের সঙ্গে সম্পর্ক নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন চাহাল। একটি টিভি অনুষ্ঠানে চাহালের ব্যাগ থেকে বেরয় সাদা রঙের একটি সাদা শার্ট, সেখানে লাল লিপস্টিকের দাগ। সঙ্গে সঙ্গে তারকা স্পিনারকে জিজ্ঞাসা করা হয়, কী চলছে তাঁর জীবনে? গোটা দেশ তো সেটা জানতে চায়। সেই প্রশ্নের জবাবে হাসিমুখে চাহাল বলেন, “সেই প্রশ্নের উত্তর তো গোটা ভারত জেনেই গিয়েছে।”

ইনস্টাগ্রামে যুজবেন্দ্র চাহালকে নিয়ে একটি মজার স্টোরি শেয়ার করেন মাহভাশ। তিনি লেখেন, ‘‘অবশেষে এমন একজন ভারতীয় মুখের সঙ্গে শ্যুট হল, যার ইংরেজি উচ্চারণে কোনও ভান নেই।’’
চলতি বছরের শুরুতে সামনে আসে চাহাল ও ধনশ্রীর ডিভোর্সের খবর। খোরপোশ বাবদ ৪.৭৫ কোটি টাকা নিয়েওছেন চাহালের প্রাক্তন স্ত্রী। যিনি পেশায় চিকিৎসক-নৃত্যশিল্পী।

05:52