বঙ্গবার্তা ব্যুরো
ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট
দক্ষিণ আফ্রিকার ব্যাটার উইয়ান মুল্ডার ইনিংস ডিক্লেয়ার করেন ব্যক্তিগত ৩৬৭ রানে। ৪০০ করার সুযোগ থাকা সত্ত্বেও সেই চেষ্টা করেননি। বুলাওয়েতে জিম্বাবোয়ের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়কের এমন কাণ্ড নিয়ে চলছে আলোচনা।
ক্যারিবীয়ান কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙার চেষ্টা না করা প্রসঙ্গে ম্যাচ শেষে মুল্ডার বলেছিলেন, এমন রেকর্ড লারার মতো কিংবদন্তিরই থাকা উচিত।
কিন্তু মুল্ডারের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। লারার সাবেক সতীর্থ ক্রিস গেইল যেমন বলেছেন, ৪০০ করার সুযোগ জীবনে একবারই আসে। মুল্ডার হয়তো ঘাবড়ে গিয়েছিলেন কিংবা বড় ভুল করেছেন।
মুল্ডারের এই সিদ্ধান্তকে ভুল মনে করছেন কিংবদন্তি লারাও। প্রোটিয়া ব্যাটার নিজেই জানালেন, লারার সঙ্গে তার কথা হয়েছে। লারাও বলেছেন, অবশ্যই তার রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল।
মুল্ডার সে দেশের একটি স্পোর্টস চ্যানেল কে বলেন, এই বিষয়ে তার সঙ্গে লারার কিছু কথা হয়েছে। তিনি আমাকে বললেন, আমি তো আমার নিজস্ব ইতিহাস তৈরি করছি এবং তোমারও অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল।
প্রোটিয়া ব্যাটার বলেন, লারা বললেন, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তিনি চান ভবিষ্যতে আমি যদি এমন অবস্থায় আবার পড়ি, তাহলে যেন চেষ্টা করি এবং তার স্কোর ছাড়িয়ে যাই।
তবে লারার রেকর্ড ভাঙার চেষ্টা না করা ভুল ছিল, ব্যক্তিগতভাবে এমনটা মনে করেন না মুল্ডার। এখনও তিনি তার মতোই বলছেন, এটা তার ও লারার দিক থেকে একদমই ভিন্ন এক দৃষ্টিভঙ্গি । তিনি এখনো মনে করেন, তিনি সঠিক কাজটাই করেছেন, আর খেলাটির প্রতি সম্মান দেখানোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।