কাশ্মীরে অজানা জ্বর, পুনেতে স্নায়ুরোগের পরে ম্যাঙ্গালুরুতে মাঙ্কিপক্সের আতঙ্ক

Health Crisis: Mystery Fever in Kashmir and Monkeypox Concerns in Mangaluru

বঙ্গবার্তা ব্যুরো,


কাশ্মীর, পুনে এবং ম্যাঙ্গালুরুর বর্তমান স্বাস্থ্য সংকট একাধিক উদ্বেগের জন্ম দিয়েছে। কাশ্মীরের অজানা জ্বর ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু এবং আক্রান্ত হওয়ার কারণ হয়েছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ইতিমধ্যেই সেই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমনকি তিনটি পরিবারে ১৭ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে।


পুনেতে গুইলাইন-ব্যারে সিন্ড্রোম (জিবিএস) এক বিরল স্নায়ুরোগ হিসেবে চিহ্নিত হয়েছে, যা মূলত বাইরের খাবার বা জল থেকে সংক্রমিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।একদিনে আক্রান্ত হয়েছেন ৩৫ জন বাসিন্দা। আক্রান্তদের মধ্যেই ১২ জন ভেন্টিলেশনে রয়েছেন। ৩৯ জন পুরুষ এবং ২০ জন মহিলা এই বিরল রোগে আক্রন্ত বলে খবর। যদিও সঠিক চিকিৎসায় এই রোগ সেরে যায়, আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর নজরদারি বাড়িয়েছে।


অন্যদিকে, কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে মাঙ্কিপক্সের সন্দেহজনক একটি কেস পাওয়া গেছে, যা সম্প্রতি দুবাই থেকে আগত এক ব্যক্তির ক্ষেত্রে শনাক্ত হয়েছে।অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। তাঁর প্রাথমিক লক্ষ্যণে চিকিৎসকরা সন্দেহ করছে তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত। রাজ্যের স্বাস্থ্য বিভাগ তার নমুনা পরীক্ষার জন্য বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক পরীক্ষার ভিত্তিতে সন্দেহ জোরদার হলেও নিশ্চিত রিপোর্ট এখনও আসেনি।তবে হাসপাতালের তরফে বলা হচ্ছে, প্রাথমিক লক্ষণগুলি মাঙ্কিপক্স ভাইরাসের সঙ্গে মিলে গিয়েছে।