Published by Subrata Halder, 16 June 2025, 07:11 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিরোধী বিজেপি বিধায়কদের হইচই রাজ্য বিধানসভায়। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে সাসপেন্ড করে মার্শাল ডেকে বিধানসভা থেকে বের করে দেন। এরপরই বিজেপি বিধায়কেরা বিধানসভা থেকে বেরিয়ে লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন করেন। বিজেপি বিধায়করা বিধানসভা থেকে বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বিতর্ক করার মতো, বা জানার মত কোন বিষয় থাকে না বলে ওরা একতরফাভাবে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করছে। বিভিন্ন অশ্লীল স্লোগান দিয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।তিনি বলেন, কয়েকদিন আগে ওদের একজন হাফ মিনিস্টার আমার পাড়ায় ঢুকে একজন পাঞ্জাবি পুলিশ অফিসারের মাথায় জুতো ছুঁড়েছিলেন। পাঞ্জাবিরা এই নিয়ে ক্ষুব্ধ। তারা এর প্রতিবাদ জানিয়েছেন ও নিন্দা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, এই যদি তাদের মনোভাব হয়, কেন ভুলে যাচ্ছেন আমার বাড়িতে আপনি যেতে পারলে আপনার বাড়িতেও আমি যেতে পারি। মুখ্যমন্ত্রী বলেন, আপনারা যদি আমাদের যে কোন কাউকে সারাক্ষণ চোর বলে বেড়ান, আপনারাও তো ডাকাতদের সর্দার । সারা ভারতকে আপনারা ডাকাতি করে শেষ করে দিয়েছেন। দেশটাকেও বিক্রি করে দিয়েছেন। মানুষের সেফটি সিকিউরিটি নিয়ে আপনাদের কোন চিন্তা নেই। এমনকি যখন অতগুলি লোক গুজরাটে মারা গিয়েছেন আমাদের মন কাঁদছে। আমরা একটি কথাও বলিনি। মনে রাখবেন এটাকেই বলে রাজনৈতিক সৌজন্যতা। আর আপনারা সেদিনই পাঞ্জাবি টারবাইনের উপরে গিয়ে হাওয়াই চটি ছুঁড়েছেন।মুখ্যমন্ত্রী বলেন, এতই যদি হাওয়াই চটি ভালোবাসেন, একটা হাওয়াই চটির দোকান খুলুন না। তার থেকে যে লাভটা হবে ব্ল্যাক এন্ড হোয়াই তে দেখিয়ে দেবেন। ইনকাম ট্যাক্সে পে করে দেবেন। সামনে হাওয়াই আর পেছনে খাওয়াই। আজ পর্যন্ত একটাও প্রমাণ দিতে পারেননি আর সেসব নিয়ে কথা বলছেন, প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এতদিন সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু তার বিরুদ্ধে একটা কিছু খুঁজে পেয়েছেন ? তার বক্তব্য, ইচ্ছা করলে মাসে দেড় লক্ষ টাকা করে পেনশন পেতে পারি। আমি সাতবারের এমপি ছিলাম। এক পয়সা নিইনা । মনে রাখবেন এই বিধানসভা থেকেও আমি এক পয়সা বেতন নিইনা। আমি যখন কোনো সার্কিট হাউসে থাকি আমি ভাড়া দিয়ে থাকি। খাবারের খরচটাও আমি নিজে দিই। বিরোধীদের উদ্দেশ্যে মমতা বন্দোপাধ্যায় বলেন, আপনারা কার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেন। আমি কি করবো খাব সেটা কি আপনারা ঠিক করে দেবেন। সারাদিন এমন ভাবে অসম্মান করছেন মনে রাখবেন আগামী নির্বাচনে আপনারা জিরো হয়ে যাবেন।এরপরেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও বিরোধী বিধায়কদের আচরণের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আমাদের বিধানসভার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। যেভাবে বিরোধীরা আচরণ করছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদেরও মাথায় রাখা উচিত বিধানসভার মর্যাদা রক্ষা করতে গেলে কিভাবে আচরণ করতে হয়। আমাদের রুলস বইতে পরিষ্কারভাবে কি করতে হবে বলা রয়েছে। শাসক দলের অনেক বিধায়ক সুপারিশ করছেন কেন ওদের সবাইকে বের করে দিচ্ছেন না। কিন্তু আমি সেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতি নই। আমি মনে করি নিশ্চয়ই ওদের শুভ বুদ্ধির উদয় হবে। আজ না হলেও আগামীকাল নিশ্চয়ই ওদের শুভবুদ্ধির উদয় হবে।

