স্বাভাবিক হচ্ছে লন্ডনের হিথরো বিমানবন্দরের পরিষেবা, মুখ্যমন্ত্রীর রওনা শনিবার বিকেলে

বঙ্গবার্তা ব্যুরো,
পুরোপুরি বন্ধ থাকার প্রায় ১৮ ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে লন্ডনের হিথরো বিমানবন্দরের পরিষেবা। বিমানবন্দরের কাছের একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তৈরি হওয়া বিদ্যুৎ-বিভ্রাটের জেরে এয়ার ইন্ডিয়া সহ বিশ্বের একাধিক উড়ান সংস্থার ১৩৫০টি উড়ান বাতিল হয়।এদিকে হিথরো বিমানবন্দরে বিপর্যয়ের জেরে পিছিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাত্রাও। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শনিবার সন্ধ্যায় রওনা দেবেন তিনি।
হিথরো বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর। প্রায় ৮০টি দেশ থেকে এই এয়ারপোর্টে বিমান চলাচল করে। প্রতিদিন প্রায় ২ লক্ষ ৩০ হাজার যাত্রী হিথরো দিয়ে যাতায়াত করেন। বছরে শেষে এই সংখ্যাটা দাঁড়ায় ৮ লক্ষ ৩০ হাজার।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, সাবস্টেশনে আগুন লাগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে। ৭০ জন দমকলকর্মী আগুন নেভাতে কাজে নামেন। অন্তত ১৫০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিনও পাঠানো হয়। আগুনের কারণে প্রায় ১ লাখ ঘরবাড়ি বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বেলা ২টার দিকে বিমানবন্দরে আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। তবে এর প্রভাব শুধু হিথরো বিমানবন্দরেই সীমাবদ্ধ থাকে নি।এর জেরে বিঘ্নিত হয় অন্য বিমানবন্দর থেকে আসা যাওয়া করা বিমান পরিষেবাও।

12:33