হেমার কুম্ভ মন্তব্যে রাজনৈতিক বিতর্ক

বঙ্গবার্তা ব্যুরো,
এবার কুম্ভ নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন সাংসদ হেমা মালিনি। মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনি বলেন, কুম্ভে পদপিষ্টের ঘটনা তেমন বড় কিছু নয়। এখানেই না থেমে তিনি বলেন কুম্ভের ঘটনা নিয়ে অতিরঞ্জিত করে বলা হচ্ছে।
মঙ্গলবার সংসদে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা নিয়ে তীব্র ভাষায় কেন্দ্র এবং যোগী সরকারকে আক্রমণ করেন। তার জবাব দিতে গিয়েই হেমা মালিনি বলেন কুম্ভের ঘটনা এমন কিছু বড় ব্যাপার নয়। আমরাও কুম্ভে গিয়েছি। তেমন কিছু নয়।এর পাশাপাশি তিনি অখিলেশ যাদবকে মিথ্যাবাদী বলেও অভিহিত করেন। তিনি বলেন ওর কাজই হচ্ছে মিথ্যে কথা বলে যাওয়া।
হেমা মালিনির দাবি , যোগী সরকার অত্যন্ত ভালভাবে মেলার আয়োজন করেছেন। যে আয়োজন তারা করেছে তা প্রশংসার দাবি রাখে। তিনি বলেন আয়োজন যথাযথ বলেই প্রধানমন্ত্রী কুম্ভে যাচ্ছেন।

18:56