Published by Subrata Halder, 20 June 2025, 01:55 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
আদালতের নির্দেশে অযোগ্য চিনহিত রাজ্যের গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি কর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা আজ এই নির্দেশ দেন।
২৬ সেপ্টেম্বর পর্যন্ত অন্তরবর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই মামলার আইনজীবী ফিরদৌস শামিম। তিনি বলেন বিচারপতি চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেবার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে। তার দু সপ্তাহের মধ্যে পাল্টা বক্তব্য জানাবে আবেদনকারীরা।
চাকরিহারা শিক্ষাকর্মীদের গ্ৰুপ সি পঁচিশ হাজার ও গ্ৰুপ ডি দের জন্য কুড়ি হাজার টাকা করে মানবিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ। তাদের দাবি ছিল, যারা দুর্নীতি করে চাকরিতে ঢুকে আবার চাকরি হারালো,তাদের টাকা ফেরত দিতে বললো আদালত তাদের জন্য ভাতা দেওয়া হলে যারা যোগ্য ছিলেন তাদেরও ভাতা দেওয়া হোক। মামলার শুনানি চলাকালীন ভাতা দেওয়ার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। আবেদনকারদের দাবি ছিল, বেআইনি নিয়োগ চাপা দিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাল্টা এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, আদালতের এই নির্দেশের ফলে রাজ্য সরকার এখনই আর ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে পারবে না। ফলে আবারও আদালতে শিক্ষা দুর্নীতির বিষয় নিয়ে বড়ো ধাক্কা খেল রাজ্য সরকার

