বাংলাদেশে হিন্দু নেতাকে অপহরণ করে খুন মৌলবাদীদের, তীব্র আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায়

Hindu Leader Killed After Abduction in Bangladesh

Upload By K. Halder at 19th March 2025, 02:53 PM

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশে এক হিন্দু নেতাকে অপহরণের পর নিষ্ঠুরভাবে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা ওই ব্যক্তির নাম ভবেশ চন্দ্র রায়। ৫৮ বছর বয়সী মৃত ভবেশ চন্দ্র রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রভাবশালী নেতা।


পুলিশ ও মৃতের পরিবারকে উদ্ধৃত করে বাংলাদেশের এক সংবাদমাধ্যম জানিয়েছে, ১৭ ই এপ্রিল বিকেলে ভবেশকে বাড়ি থেকে অপহরণ করে দুষ্কৃতীরা। ভবেশ রায়ের স্ত্রী জানান, ১৭ই এপ্রিল বিকেল সাড়ে চারটে নাগাদ একটি ফোন আসে। সেই ফোনের প্রায় ৩০ মিনিট পর দু’টি মোটরসাইকেলে করে চারজন লোক এসে ভবেশকে তার বাড়ি থেকে অপহরণ করে নরবাড়ি গ্রামে নিয়ে গিয়ে নির্মমভাবে পেটায়। ভবেশকে উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আব্দুস সবুর সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ আধিকারিক জানান, আসামীদের শনাক্ত করে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অনেকেই আর আশ্বাস রাখতে পারছেন না ইউনূস প্রশাসনের উপর। একদিন আগেই ভারতের বিদেশ মন্ত্রক মুর্শিদাবাদে সংঘটিত হিংসা নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের জবাব দিয়েছে দিল্লি। ঢাকার বক্তব্যকে অনাবশ্যক মন্তব্য ও ভণ্ডামি বলে আখ্যা দিয়ে বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের এই মন্তব্য ভারতের প্রতি একটি প্রচ্ছন্ন ও কপট ইঙ্গিত, যেখানে বাংলাদেশে চলমান সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে একে তুলনা করার চেষ্টা করা হয়েছে। অথচ, সেখানে এমন অপরাধের দায়ে অভিযুক্তরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।

17:55