Upload By K. Halder at 26th April 2025, 08:29 PM
বঙ্গবার্তা ব্যুরো,
ভারতীয় হকির পীঠস্থান হিসাবে কলকাতা সব সময়ই পথ দেখিয়েছে, এবং আগামীতেও দেখাবে, হকি বেঙ্গলের ১১৭তম প্রতিষ্ঠা দিবসে এই দাবী করলেন দেশের প্রাক্তন কিংবদন্তি হকি তারকা গুরবক্স সিং। স্মৃতি চারণা করতে গিয়ে জানিয়েছেন হকির জগতে একসময় বাংলা ও বাঙালির অবাধ বিচরণ কি রকম ছিল।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকি বেঙ্গলের সভাপতি রাজ্যের অগ্নিনির্বাপন মন্ত্রী সুজিত বসু, সচিব ইস্তিয়াক আলী, আইএফএ সচিব অনির্বান দত্ত, বেঙ্গল অলিম্পিকের দুই শীর্ষ কর্তা বিশ্বরূপ দে এবং স্বপন ব্যানার্জি। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ৬০ জন খেলোয়ারকে হকি স্টিক ও বল দেওয়া হয়।
ভারতীয় ক্রীড়া জগতে হকির ক্ষেত্রে বাংলা বা কলকাতার ভূমিকা অনস্বীকার্য। ১৮৮৫ সালে ভারতের প্রথম হকি ক্লাব ক্যালকাটা তৈরী হয়েছিল তৎকালীন কলকাতাতে। তার ঠিক ১০ বছর পরে ১৮৯৫ সালে বেটন কাপের হাত ধরে পথ চলা শুরু। বলা বাহুল্য এটি বিশ্বের অন্যতম প্রাচীন হকি প্রতিযোগীতা।

এর ঠিক ১০ বছর পরে অর্থাৎ ১৯০৫ সালে ক্যালকাটা হকি লীগ শুরু। তার তিন বছর পর, ১৯০৮ সালে দেশের প্রথম হকি সংস্থা তথা বেঙ্গল হকি এসোসিয়েশন যা আজকের হকি বেঙ্গল তৈরি হয়েছিল। সেই গৌরবোজ্জ্বল মুহূর্তের কথা মনে করলেন উপস্থিত হকি তারকা ও অতিথিরা।