ইংল্যান্ড সফর শেষে ছুটি, তবে গিলদের জন্য রয়েছে কঠোর সূচি

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ইংল্যান্ড সফর শেষ। আপাতত কিছুদিন ছুটি। এই বছর আর কবে কোন ম্যাচ রয়েছে ভারতের? একনজরে রইল চলতি বছরের সূচি।

৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। গ্রুপ পর্ব চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। যার মধ্যে দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচ রয়েছে। অক্টোবরের প্রথমেই আছে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ। তার পরপরই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়া। সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে।তারপর ভারতেই রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

এরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। দুটি টেস্ট হবে। যার মধ্যে একটি টেস্ট রয়েছে ইডেনে।১৪-১৮ নভেম্বর থেকে হবে প্রথম টেস্ট( ইডেন গার্ডেন্স, কলকাতা) ২২-২৬ নভেম্বর হবে দ্বিতীয় টেস্ট ( বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি)। এরপর তিনটি ওডিআই ও পাঁচটি টি২০ ম্যাচ হবে।

ওডিআইতে বিরাট রোহিতের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আগামী ২০২৭ একদিনের বিশ্বকাপে তাদের দেখা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। এই মুহূর্তে কোহলির বয়স ৩৬, রোহিত শর্মার বয়স ৩৮। ২০২৭-র বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে চল্লিশ। তাঁর ফিটনেস নিয়ে এমনিতেই অনেক প্রশ্নচিহ্ন আছে। ফর্মেও ওঠানামা লেগে রয়েছে। অন্যদিকে বিরাটের বয়স হবে ৩৬। এখনও পর্যন্ত ফিটনেস নিয়ে সমস্যা না থাকলেও, বয়স থাবা বসাতে পারে।

01:13