Published By Subrata Halder, 01 June 2025, 04:31 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
কলকাতার উপকন্ঠে রাজারহাট নিউটাউনে সেন্ট্রাল ফরেন্সিক পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন স্বাধীনতার পর দেশের সংবিধান প্রণেতারা যে লক্ষ্য নিয়ে সংবিধান রচনা করেছিলেন তাতে সকল মানুষের সমান অধিকার, সকল মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই বিষয়ের উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু তা তখনই সম্ভব হবে যখন এই ক্ষেত্রে যুক্ত সকল ব্যক্তি সকল এজেন্সি একজোট হয়ে অপরাধের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে ও
তদন্ত প্রক্রিয়া নিখুঁত হবে। সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।