বাংলায় শিল্প বিনিয়োগ প্রস্তাবে আশার আলো

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলায় কি তবে নতুন শিল্প আসছে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর ঘোষণায় এই আশা উজ্জ্বল হয়েছে। এই নিয়ে অষ্টমবার এই বাণিজ্য সম্মলন হচ্ছে। প্রতিবারই বিনিয়োগের প্রস্তাব আসে। এবার কিন্তু দেশের প্রথম সারির শিল্পপতিরা নিজেরাই এ রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মুকেশ আম্বানি তাঁদের মধ্যে অগ্রগণ্য। এরপরেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।
বি জি বি এসের দ্বিতীয় দিনে বি টু বি অর্থাৎ ব্যবসায়িক সংস্থার মধ্যে আলাদা করে বৈঠক হয়। এর পাশাপাশি বি টু জি অর্থাৎ সরকারের সঙ্গে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কথা হয় এবং মউ সই হয়। এদিন মুখ্যমন্ত্রী নিজেই জানান এবার প্রায় সাড়ে চার লাখ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। তার দাবী মুকেশ আম্বানি একাই এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন। এ ছাড়াও সজ্জন জিন্দালও আরো একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কথা বলেছেন। তাছাড়া অণ্ডাল বিমান বন্দর ডেভলপমেন্ট প্রজেক্টেও তাঁদের আগ্রহ আছে।
মমতা জানিয়েছেন এবার ২১২টি মউ সই হয়েছে। প্রায় পাঁচ হাজার বিনিয়োগকারী সম্মেলনে যোগ দিয়েছেন। এসেছেন কুড়িটি দেশের প্রতিনিধি।