প্রতিবাদ নয় সমঝোতায় হুমায়ুন

বঙ্গবার্তা ব্যুরো,
সংঘাতের রাস্তা ছেড়ে দলের শৃঙ্খলা মেনে চলার সতর্কতা মেনে নিলেন হুমায়ুন কবীর। তার সুমতি ফেরায় হাঁফ ছেড়ে বেঁচেছে তৃণমূল কংগ্রেসও। দলের কাছে এখন হুমায়ুন ক্লোজড চ্যাপ্টার।
মঙ্গলবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। দুজনের মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়।শোভনদেবের সঙ্গে কথা বলে হুমায়ুন সাংবাদিকদের বলেন, পুরনো কথা ভুলে যান। দলের একজন বিধায়ক হিসেবে আমাকেও শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি বলেন শোভনদেবের সঙ্গে কথা বলে তিনি সন্তুষ্ট। তিনি তাকে খুব ভালো ভাবে বুঝিয়েছেন কী বলা উচিত কী বলা উচিত নয়। কে কী বলল সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়ার দরকার নেই। সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় এমন মন্তব্য করা থেকে সতর্ক থাকা উচিত।
পরে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, হুমায়ুন বলেছেন আগামী দিনে দলের শৃঙ্খলা মেনে চলবেন। নেত্রীর নির্দেশ মেনে চলবেন। ওনাকে বলা হয়েছে বিধায়ক হিসেবে সবাইকেই শৃঙ্খলা মেনে চলতে হয়, আমিও তার বাইরে নই। উনি বুঝেছেন।
শোভনদেবের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার পর হুমায়ুনের সঙ্গে নওশাদ সিদ্দিকির দেখা হয়। দুজনে কুশল বিনিময় করেন। হুমায়ুন বলেন এটাই সৌজন্য এখানে আমাদের একটাই পরিচয় আমরা বিধায়ক।
এদিকে আগামী ১৩ তারিখ কী হবে? এই প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন ১৩ তারিখ আসুক তারপর দেখা যাবে।

09:52