কুসংস্কারে স্ত্রীকেই বলি স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Bangladeshi Youth Arrested in Murshidabad While Seeking Work

বঙ্গবার্তা ব্যুরো,
নিজের রোগ সারাতে স্ত্রীকেই বলি দিয়েছিলেন এক যুবক। শেষ পর্যন্ত সেই অপরাধে দোষী স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত।উত্তরপ্রদেশের এক নিম্ন আদালত এই রায় দিয়েছে।

কমলেশ নামের ওই যুবক, দীর্ঘদিন ধরে ফাইলেরিয়া গোত্রের অসুখে ভুগছিলেন। পরিচিত একজনের পরামর্শে রোগমুক্তির জন্য সে শূয়োর বলি দেয়। একাধিক শুয়োর বলি দেওয়ার পরেও অসুখ সারেনি। এরপরেই সে নিজের স্ত্রীকে বলি দেয় বলে অভিযোগ।

বেশ কিছুদিন মেয়ের খবর না পেয়ে তার বাবা থানায় নিঁখোজ ডায়েরি করেন। পুলিশের তদন্ত শুরু করে। তখনই বিষয় সামনে আসে। মামলা শুরু হয়, সেই মামলার রায়ে নিম্ন আদালত কমলেশকে যাব্জজীবন কারাদণ্ডাদেশ দিয়েছে। এই ঘটনা সামনে আসতেই সমাজ কর্মীরা সরব হয়েছেন। তারা বলেন শিক্ষা সর্বস্তরে পৌঁছে দিতে না পারলে এই ধরণের কুসংস্কার থেকে মুক্তি নেই। সরকারের উচিত কুসংসংস্কারের বিরুদ্ধে লাগাতার প্রচার চালানো।