আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ম্যাচের দিন কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি

Published by Subrata Halder, 17 June 2025, 07:21 p.m.

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
পাঁচ দিনের টেস্ট ম্যাচের দিন সংখ্যা কমানোর উদ্যোগ নিচ্ছে আইসিসি। একদিন কমে টেস্ট ম্যাচ হতে চলেছে চার দিনের। ছোট দেশগুলি যাতে আরও বেশি সংখ্যক টেস্ট এবং বড় সিরিজ় খেলতে পারে, সেই কারণেই টেস্ট ম্যাচের দিন সংখ্যা কমানোর কথা ভাবা হয়েছে বলে আইসিসি সূত্রের সিদ্ধান্ত। তাছাড়াও এর ফলে আন্তর্জাতিক সূচিতে আরও বেশি দিন পাওয়া যাবে এবং কমবে খরচও।
চার দিনের টেস্ট চালু হলে তিন ম্যাচের একটি সিরিজ তিন সপ্তাহেরও কম সময়ে শেষ করা সম্ভব হবে। এই ফরম্যাটে দিনে ৯০ ওভারের পরিবর্তে ৯৮ ওভার খেলার নিয়ম থাকবে, যাতে সময়ের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।
তবে সব টেস্ট কিন্তু চার দিনের হবে না। ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড নিজেদের মধ্যে যে টেস্ট ম্যাচগুলি খেলবে, সেগুলি এখনকার মতোই পাঁচ দিনের থাকবে। জনপ্রিয় টেস্ট সিরিজ়গুলিতে কোনও পরিবর্তন হবে না।
উল্লেখ্য, ২০১৭ সালে আইসিসি প্রথম চার দিনের টেস্টকে অনুমোদন দিয়েছিল বেশির ভাগ টেস্ট শেষ হচ্ছে ৪ দিনে। কোনোটা আরও আগে। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও শেষ হয়েছে সাড়ে তিন দিনে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ চার দিনের টেস্টের আইডিয়াকে সমর্থন জানিয়েছেন। কারণ পাঁচ দিনের টেস্ট আয়োজনের খরচ ও সময় ছোট দলগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই নতুন উদ্যোগ তাদের জন্য স্বপ্নপূরণের মতো হতে পারে।