Published by Subrata Halder, 22 June 2025, 10:57 a.m.
বঙ্গবার্তা ব্যুরো,
শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নত অনুরাগীদের কাছে দর্শনীয় স্থান। কিন্তু বর্তমানে কিং খান নিজের বাড়ি ছেড়ে অন্য একটি ভাড়া বাড়িতে রয়েছেন। কারণ শাহরুখের বাড়িটি সংস্কার করা হচ্ছে। তবে অভিযোগ উঠেছে,
মান্নতের ভবন সংস্কারে বৈধ অনুমতি নেয়নি শাহরুখ। অভিযোগ পেয়ে অভিনেতার বাড়িতে আসেন বিএমসি এবং বনবিভাগের কর্মকর্তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তারা। তবে এ ব্যাপারে কর্মকর্তাদের আশ্বস্ত করে অভিনেতার ম্যানেজার পূজা দাদলানি জানিয়েছেন, যে অংশটি সংস্কার করা হচ্ছে তা অনুমতি নিয়েই করা হচ্ছে। বাড়ি সম্পর্কিত সব নথি যথাযথভাবে জমা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এ প্রসঙ্গে সংবাদ পত্র টাইমস অফ ইন্ডিয়াকে পূজা বলেন, সব নির্দেশ মেনেই কাজ করা হয়েছে। কোনো অভিযোগ নেই। অন্যদিকে বন বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, একটি অভিযোগ পাওয়ার পর আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় তথ্য, নথি জমা নেওয়া হবে।
সাবেক আইপিএস অফিসার এবং আইনজীবী ওয়াইপি সিং অভিযোগ করার পরেই শাহরুখের বাড়িতে যান বন বিভাগের কর্মকর্তারা। অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালে নগর ভূমি সীমা আইন কার্যকর থাকায় বড় অ্যাপার্টমেন্ট তৈরি করা সম্ভব ছিল না। কিন্তু এ আইনি বাধা অতিক্রম করার জন্য শাহরুখ এবং গৌরী বিএনসির কাছ থেকে ১২টি ছোট ছোট ফ্ল্যাটের অনুমোদন চেয়েছিলেন।
অনুমোদন পাওয়ার পর ১২টি ছোট ছোট ফ্ল্যাট, যা মূলত নগর ভূমি সীমা আইনের অধীনে গণ আবাসনের জন্য তৈরি ছিল, সেটি পরে অভিনেতার পরিবারের জন্য একটি বিলাসবহুল আবাসনে পরিণত হয়। অভিযোগকারীর দাবী যদি সত্য প্রমাণিত হয়, তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে শাহরুখ খানকে ।

