ফের রেকর্ড জয়সওয়ালের দুরন্ত ব্যাটিং শুভমান গিলের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর :

ছবি-বিসিসিআই ফেসবুক পেজ

দ্বিতীয় টেস্টে আবার টসে হারল ভারত অধিনায়ক শুভমান গিল। স্বাভাবতই মেঘলা আকাশের নীচে বল করার সিদ্ধান্ত নিলেন বেন স্টোকস।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন লোকেশ রাহুল। এই ম্যাচের প্রথম ইনিংসে রান পেলেন না রাহুল । ওকসের বলে প্লেড অন হলেন দুরানে। অফ স্টাম্পের বাইরের বলে দেরিতে ব্যাট নামালেন রাহুল। বল তাঁর ব্যাটের কানায় লেগে ঢুকে এসে উইকেট ভেঙে দেয়।

লাঞ্চ পর্যন্ত ভারত দুই উইকেট হারিয়েছে। কেএল রাহুল ও করুণ নায়ারের উইকেট হারিয়েছে তারা।লাঞ্চের আগে ৩১ রানে ফিরে যান নায়ার। কার্সের হঠাৎ লাফিয়ে ওঠা বলটা সামলাতে না পেরে স্লিপে ক্যাচ দিলেন নায়ার। লাঞ্চ বিরতি পর্যন্ত ভারতের স্কোর ছিল ২৫ ওভারে দু উইকেটে ৯৮ রান।

প্রথম টেস্টে সেঞ্চুরি করা যশস্বী ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলেন। ১৩ রানের জন্য শতরান হাতছাড়া হলেও একটি নজির গড়লেন তরুণ ভারতীয় ওপেনার। এজবাস্টনে টেস্ট ম্যাচে ভারতীয় ওপেনারদের সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় শীর্ষে উঠে এলেন যশস্বী।
দুরন্ত খেলছেন গিল। তবে রান পেলেন না পন্থ ও নীতীশ রেড্ডি।

বার্মিংহামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচে উভয় দলের খেলোয়াড়দের হাতে দেখা গেল কালো আর্মব্যান্ড। সম্প্রতি প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ওয়েন লার্কিনসকে শ্রদ্ধা জানাতে এই ব্ল্যাক ব্যান্ড।

ইংল্যান্ড এই সিরিজে ১-০ তে এগিয়ে আছে, প্রথম টেস্টে লিডসে তারা ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল।

06:40