Published By Subrata Halder on 16 April 2025 at 02:09 pm
বঙ্গবার্তা ব্যুরো,
জেনারেল কামরাকে মহিলা কামরা করা হয়েছে, এরই প্রতিবাদে। এছাড়াও বেদীর্ঘ সময় অন্তর ট্রেন চলাচলের প্রতিবাদ করে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর বুধবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। দক্ষিণ বারাসাত, জয়নগর ও বহুরু স্টেশনেও চলছে বিক্ষোভ। নিত্য যাত্রীদের দাবি জেনারেল কামরাকে মহিলা কামরা করা যাবে না, একেই যাত্রীদের ভিড় বাড়ছে তাতে আবার কোচের সংখ্যা কমলে আরো দুর্ভোগ বাড়বে। পাশাপাশি এই শাখায় আরও ট্রেন বাড়ানোর দাবী জানাতে থাকেন তারা। ঘটনার জেরে সকাল থেকেই লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত।
