বঙ্গবার্তা ব্যুরো,
দ্বিতীয় পর্বে ক্ষমতায় বসেই বিভিন্ন দেশের থেকে আমদানি করা পণ্যে শুল্ক চাপিয়ে প্রায় বাণিজ্যযুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইতিমধ্যেই চিন থেকে আমদানি করা সামগ্রী থেকে ১০ শতাংশ ট্যাক্স নেওয়ার কথা ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।এবার ডোনাল্ড ট্রাম্পের পালটা দিয়ে এবার নতুন শুল্ক ঘোষণা করল চিন। তিনদিনের মধ্যে মার্কিন পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করল বেজিং।
মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, চিনের বাণিজ্য নীতি বৈশ্বিক বাণিজ্য নিয়মের পরিপন্থী এবং এটি মার্কিন শিল্প ও কর্মসংস্থানের জন্য ক্ষতিকর।চিনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক ও একতরফা’ বাণিজ্য নীতির বিরুদ্ধে এই শুল্ক আরোপ করা হয়েছে।যদিও শি জিনপিং-এর দেশ মার্কিন কৃষি পণ্য, যানবাহন এবং অন্যান্য শিল্পজাত পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে।পাশাপাশি মার্কিন সংস্থার বিরুদ্ধে নিয়মভঙ্গের তদন্তও করতে চলেছে বেজিং। এই পদক্ষেপের ফলে দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে ট্যাক্স চাপানো নিয়ে বিভিন্ন দেশের পাল্টা রণংদেহি মনোভাব দেখে কিছুটা সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প।রাষ্ট্রনেতাদের সঙ্গে ফোনে কথা বলে কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত এক মাসের জন্য স্থগিত রেখেছেন তিনি।তবে চিনের উপর বাড়তি শুল্ক বহালই রাখা হয়েছিল।এর জবাবেই পাল্টা শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে লাল চিন।