বঙ্গবার্তা ব্যুরো
হাওড়ার রামকৃষ্ণপুরে স্বামী বিবেকানন্দের পদার্পনের ১২৫ বছর। সেই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয় বিবেক দুয়ার। আজ এর উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজী মহারাজ।

অধুনা কোলকাতার বাদুড় বাগানের বাসিন্দা ছিলেন নবগোপাল ঘোষ। তিনি ছিলেন রামকৃষ্ণদেবের আশীর্বাদ ধন্য। হাওড়ার রামকৃষ্ণদেবের নাম জড়িয়ে থাকায় তিনি ৮১ নম্বর রামকৃষ্ণপুর লেনে ২৫ কাঠা জায়গা কেনেন। তিনি ও তার স্ত্রী নিস্তারিনি দেবী বাড়ি করে বসবাস করতে শুরু করেন। ১৮৯৮ সালের ৬ ই ফেব্রুয়ারি সন্ন্যাসীদের নিয়ে তিনটি ডিঙি নৌকা নিয়ে রামকৃষ্ণ পুর গঙ্গার ঘাটে এসেছিলেন স্বামী বিবেকানন্দ।এখান থেকে খোল করতাল বাজিয়ে খালি পায়ে তিনি নবগোপাল বাবুর বাড়ি যান। সোনার কৌটয় রামকৃষ্ণ দেবের অস্থিভস্ম নিয়ে আসেন।

বার্লিন থেকে আনা একটি পট প্ৰতিষ্ঠা করেন।ধ্যানে বসে প্রথম প্রণাম মন্ত্র তৌরি করেন এই বাড়িতে। সেইসব মুহূর্তের ১২৫ বছর উপলক্ষে বিবেক তোরণ করার পরিকল্পনা নেওয়া হয়।রাজ্য সরকারের সহায়তায় এটি গড়ে ওঠে । আজ এর উদ্বোধন হলো।

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজী মহারাজ সহ মাঠের সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন। ছিলেন খাদ্য প্রক্রিয়া করন দপ্তরের মন্ত্রী অরূপ রায় সহ বিশিষ্টজনেরা।