Published by Subrata Halder, 10 June 2025, 11:46 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে তাইল্যান্ডের পর এবার হংকংয়ের বিরুদ্ধেও হার ব্লু টাইগার্সরা। এবার হংকংয়ের বিরুদ্ধে এক গোলে হারল ভারত।
ভারতীয় দলের কোচ হিসাবে জয়ের মুখ দেখা হল না মানোলো মার্কেজের। ফিফা ক্রমতালিকায় ২৬ ধাপ পিছিয়ে থাকা হংকংয়ের কাছেও ০-১ গোলে হেরে গেল ভারতীয় ফুটবল দল।
ম্যাচের প্রথমার্ধ ছিল আমিমাংসিত। দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রী নামার পর ভারতীয় দলের আক্রমণের ঝাঁঝ খানিকটা বাড়ে।
তবে গোলের সামনে ভারতীয় ফুটবলারদের সিদ্ধান্ত নেওয়া বা শট মারার বিষয়টিতে তাদের ব্যর্থতা চোখে পড়ে। ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু
হংকংয়ের স্ট্রাইকারকে আনোয়ার আলি কভার করতেই পারলেন না। বিশাল কাইথ এগিয়ে এসে ফ্লাইট মিস করে ধাক্কা মারলেন বিপক্ষকে। এর ফলে পেনাল্টি পায় হংকং। ম্যাচে শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করেন ফার্নান্দো পেরেইরা।
হংকং ম্যাচের আগে সুনীলদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মঙ্গলবারের ম্যাচ জিততে পারলে জাতীয় দলকে ৪২ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাতেও লাভ হল না। ভারত এই গ্রুপ তালিকায় একে বারে শেষে রয়েছে।