৭ মার্চ বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে গঙ্গা পদ্মার জল নিয়ে বৈঠক

বঙ্গবার্তা ব্যুরো,
এই মুহূর্তে বাংলাদেশের ১১ জনের প্রতিনিধি দল কলকাতায়। তাঁরা ভারত-বাংলাদেশ জল বন্টন চুক্তির বিষয়টি খতিয়ে দেখবেন। দু দেশের মধ্যে এই নিয়ে ১৯৯৬ সালে এক চুক্তি হয়েছিল।চুক্তি হয়েছিল ৩০ বছরের জন্য। আগামী বছর সেই মেয়াদ শেষ হচ্ছে। সেই কারণেই ইন্দো-বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশন সেই চুক্তি নিয়ে আলোচনা সেরে রাখতে চায়।
বাংলাদেশের ১১ সদস্যের দল সোমবারই ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে যাবেন। দু দেশের মধ্যে জল বন্টনের ক্ষেত্রে ফারাক্কা ব্যারাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ব্যারাজ দিয়ে গঙ্গার জল কতটা পরিমাণে এবং কীভাবে যাচ্ছে তা খতিয়ে দেখবেন বাংলাদেশের প্রতিনিধি দল।বাংলাদেশের অভিযোগ শুখা মরশুমে তারা পরিমাণ মতো জল পায় না। যদিও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে আবহাওয়ার কারণে এবং গঙ্গার প্রবাহে অদল বদলের কারণেই জলের পরিমাণে হেরফের হয়। তবে শুধু গঙ্গার জলই নয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তার জলের দাবিও করে আসছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলেছেন রাজ্যের চাহিদা না মিটিয়ে তিস্তার জল বাংলাদেশকে দেওয়া যাবে না। এখন দেখার ৭ মার্চ দু দেশের প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনায় কোনও রফা সূত্র বেরয় কিনা।