ওভালে ভারতের ব্রিটিশ বধ, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সিরিজ়ের সমাপ্তি

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ওভালে দুরন্ত জয় ভারতের। এভাবেও ফিরে আসা যায়। ১-৩ সিরিজ়ে হারের আশঙ্কা উড়িয়ে দিয়ে ওভালে জিতে ২-২ সিরিজ ড্র করলে পঞ্চম দিন পরিসংখ্যান স্পষ্ট ছিল। ওভালে টেস্ট ও সেই সঙ্গে সিরিজ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। টেস্ট জিতে সিরিজ ড্র করতে ভারতের দরকার ছিল ৪ উইকেট। শেষ পর্যন্ত বাজিমাত করল ভারত। পিছিয়ে থেকেও সিরিজ় ড্র করল তারা। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশদীপ বুঝিয়ে দিলেন, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা।

প্রসিদ্ধ কৃষ্ণা শুরুতেই রান খরচ করলেন। সিরাজ বল হাতে ফেরালেন স্মিথকে। তার পরে ওভারটন। অন্যদিকে মরিয়া হয়ে উঠেছেন অ্যাটকিনসন। তিনি মারমুখী। এদিকে কৃষ্ণর ইয়র্কারে উইকেট ভাঙল টংয়ের। একদিকে অ্যাটকিনসন। অন্যদিকে সোয়েটারের ভিতর হাত ঢোকানো ওকস। সিরাজের বল অ্যাটকিনসন প্রায় চোখ বন্ধ করেই হাঁকালেন। আকাশ দীপ ক্যাচ ছাড়লেন, ছয়ও করে দিলেন।

ওভারের শেষ বলে এক রান নিতে ছুটলেন দুজনে। ধ্রুব জুরেল বল স্টাম্পে লাগাতে পারলেন না।সেই পরিস্থিতিতে নিজের কাঁধে যাবতীয় দায়িত্ব তুলে অ্যাটকিনসন। বসে-বসে সিরাজকে ছক্কা মেরে জয়ের জন্য প্রয়োজনীয় রানটা ১১-তে নামিয়ে আনেন

লর্ডসে ট্র্যাজিক হিরো থেকে গিয়েছিলেন সিরাজ। শোয়েব বশিরের বলটা তাঁর ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয়। সিরাজ সারা রাত ঘুমোতে পারেননি। খাননি পর্যন্ত। কিন্তু ওভালে তিনিই নায়ক। দ্বিতীয় ইনিংসে ৩০.১ ওভারে ১০৪ রান দিয়ে পাঁচ উইকেট নেন সিরাজ। অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতকে জিতিয়ে দেন তিনিই। প্রথম ইনিংসেও চার উইকেট নিয়েছিলেন।

00:07