বঙ্গবার্তা ব্যুরো,
লন্ডন সফরের সময় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা এবং তাঁর উপর হামলার চেষ্টার ঘটনায় তীব্রভাবে নিন্দা জানাল ভারত। লন্ডনের চাথাম হাউসে একটি আলোচনা শেষে তিনি যখন ফিরছিলেন, তখন গাড়ি থেকে নামার সময় তাঁর ওপর হামলার চেষ্টা করা হয়। তাঁকে হেনস্থা করা হয়। এদিকে জয়শংকরের ওপর হামলার ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনায় জয়শঙ্করের মতো ভিভিআইপির নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতির ব্যাপারটা স্পষ্ট।
ভারতের বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, “আমরা বিদেশমন্ত্রীর যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ভিডিও ফুটেজ দেখেছি। আমরা এই ছোট দলটির বিচ্ছিন্নতাবাদী ও উগ্রপন্থীদের উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা করি। আমরা এই ধরনের গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা করি। আমরা আশা করি যে এই ধরনের ক্ষেত্রে আয়োজক সরকার তাদের কূটনৈতিক দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবে।”
এবারের ঘটনার পর বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল যুক্তরাজ্যে ‘ভারত-বিরোধী’ হিংসা বিক্ষোভ ও ভীতি প্রদর্শনের বিষয়ে ভারতের উদ্বেগ তুলে ধরেছেন। আমরা আশা করছি সে দেশের সরকার তাদের কূটনৈতিক দায়িত্ব পালন করবে। এই মুহূর্তে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ৪ থেকে ৯ মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের সরকারি সফরে রয়েছেন।
লন্ডনে বিদেশমন্ত্রীর ওপর হামলার চেষ্টায় মুখ খুলল ভারত
