Upload By K. Halder at 23th April 2025, 10:47 PM
বঙ্গবার্তা ব্যুরো,
পাহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে বুধবার সন্ধ্যেতে জরুরী এবং গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। জানা গেছে সন্ধ্যা ৬টায় শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই বৈঠক। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে শ্রীনগরে ছিলেন, তিনি দিল্লি ফিরে সোজা বৈঠকে যোগ দেন।
বুধবার সকালে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেই মোদী বিমানবন্দরে জরুরী বৈঠকে অংশ নেন। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশসচিব বিক্রম মিস্রি। গতকাল হামলার পরেই এক আবেগঘন বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, “এই জঘন্য ঘটনার পিছনে যারা রয়েছে, তাদের রেহাই দেওয়া হবে না… তাদের দুষ্কৃতমূলক উদ্দেশ্য কখনও সফল হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই অটল।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বুধবার কাশ্মীর উপত্যকায় গিয়ে তিনি ভরসা দিয়েছেন, এই নৃশংস জঙ্গি হামলায় দোষীরা কেউ রেহাই পাবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বুধবার পৃথক ভাবে একটি বৈঠক করেন অজিত ডোভালের সঙ্গে। ওই বৈঠকে ছিলেন বায়ুসেনার এয়ার চিফ মার্শাল এপি সিংহ এবং অন্য আধিকারিকেরা।
প্রসঙ্গত এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকের পরই বিদেশমন্ত্রকের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপের ঘোষণা করা হয়েছে।