লড়াই করেও ব্যর্থ, ইরানের কাছে হার ভারতের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

কাফা নেসনশ কাপের দ্বিতীয় ম্যাচেই ইরানের কাছে ০-৩ গোলে হেরে গেল ভারতীয় দল। তাজাকিস্তানের বিরুদ্ধে শুরুটা জয় দিয়ে করলেও দ্বিতীয় ম্যাচেই ইরানের কাছে আটকে গেল খালিদের দল।তাজিকিস্তানের বিরুদ্ধে জয় এসেছিল, প্রায় দুই বছর পরে জয় এসেছিল অ্যাওয়ে ম্যাচে। তাই প্রত্যাশার পারদ চড়ছিল আনোয়ার-গুরপ্রীতদের নিয়ে।,কিন্তু ইরানের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হল ভারতীয় দলকে

ভারত চাইছিল মাঝমাঠ এবং রক্ষণে লোক বাড়িয়ে ইরানকে আটকে রাখতে।খালিদ জামিল দলকে সাজিয়েছিলেন ৪-৩-৩ ছকে। দরকার সেটাই বদলে ৪-৫-১ হয়ে যাচ্ছিল। কিন্ত খালিদের রণকৌশল কাজে এল না।
এদিন ইরানের বিরুদ্ধে প্রথমার্ধ অবশ্য গোলশূন্য রেখেছিল ভারত। কিন্তু গোটা অর্ধটাই রক্ষণাত্মক ফুটবল খেলেছিল ভারতীয় দল। ইরানের আক্রমণের সামনে প্রত্যেকবারই গুরপ্রীত সিং সান্ধু প্রতিবারই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। দ্বিতীয়ার্ধে রক্ষণকে জমাট করেই খেলতে থাকে করতে থাকে ভারত।

৫৯ মিনিটে আমির হোসেন এগিয়ে দেন ইরানকে। ৭৩ মিনিটে দলের দুই তারকা ফুটবলার আলিরেজা জাহানবখশ এবং মেহদি তারেমিকে নামিয়ে দেন ইরানের কোচ। তাদের আক্রমণও বাড়তে থাকে। দ্বিতীয় গোল হল ম্যাচের শেষের দিকে। ৮৯ মিনিটে আলি পোরঘারা ব্যবধান বাড়িয়ে দেন। আলি আলপোরঘারা।আর ম্যাচের একেবারে শেষ মূহূর্তে গোল করেন মেহেদি তারেমি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জেতে ইরান।