বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
রবিবার রাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দলের অনেক তারকাই এই ম্যাচ খেলতে চাননি। এঁদের মধ্যে রয়েছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান পাঠান-সহ আরও অনেকে। তাঁরা খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষই বাতিল করে দেয় ম্যাচটি। পহেলগাঁও কাণ্ডের পর নিজের নিজের দেশের সমর্থনে মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটারেরা। ভারতীয় ক্রিকেটাদের মধ্যে সকলেই পাকিস্তানের নিন্দা করেছিলেন।
রবিবারের ম্যাচ বাতিলের ফলে দুই পয়েন্ট দেওয়া হবে পাক দলকে। কারণ এই ম্যাচ বাতিল করা হয়েছে ভারতের পক্ষ থেকেই। দুই পয়েন্ট পেলে পয়েন্ট তালিকায় সকলের উপরে থাকবে পাকিস্তান। অন্যদিকে ভারত রয়েছে সকলের নিচে।
পাক দলের মালিক কামিল খান সূচি অনুযায়ী যে ম্যাচগুলি রয়েছে সেগুলো হবে, আপাতত কোনও পরিবর্তন নেই। যদি সেমিফাইনাল বা ফাইনালের কথা ভাবতে হয় তাহলে বলব, সেমিফাইনালে দুই দলকে একসঙ্গে না খেলানো হোক
এই প্রতিযোগিতার অন্যতম মালিক বলিউড অভিনেতা অজয় দেবগণ।এর মধ্যে ভাইরাল হয় অজয় দেবগণের সঙ্গে শাহিদ আফ্রিদির একটি ছবি। যেখানে দেখা যায়, দুজনেই হাসিমুখে কথা বলছেন। সিনে পর্দার ‘সিংঘম’-এর এহেন আচরণে নেটিজেনরা শুধু বিরক্ত নন, ক্ষুব্ধও। এমনকী অজয়কে ‘বয়কটে’র ডাকও দেওয়া হয়। কিন্তু বাস্তব হল ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। বরং গত বছরের লেজেন্ডসদের চ্যাম্পিয়নশিপের সময়ের ছবি।