Published by Subrata Halder, 13 June 2025, 05:37 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
চলতি বছরে সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে, এশিয়া কাপ। পহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক এখন খুবই জটিল। বর্তমান পরিস্থিতিতে বিসিসিআই ক্রিকেট মাঠে পাকিস্তানের মুখোমুখি হতেও চাইছে না। সে দেশে দল পাঠানো তো দূরের কথা। প্রায় একই অবস্থান নিয়েছেন পিসিবি কর্তারাও, ফলে এশিয়া কাপ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। ভারত বা পাকিস্তানের একটি দেশকে ছাড়া এশিয়া কাপ আয়োজন করাও কঠিন।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহিতে পাক ক্রিকেট বোর্ড আফগানিস্তান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহিকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় এশিয়া কাপের ঠিক আগে। পিসিবি ইতিমধ্যেই সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর কাছে প্রস্তাব ও দিয়েছে।
চলতি বছরের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সম্ভাবত এই টুর্নামেন্ট এবার ভারতে নাও হতে পারে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল হিসেবে পাকিস্তানের নাম থাকায় ভারত এশিয়া কাপ থেকে না তুলে নেবে। আর এখন শোনা যাচ্ছে, ভারত এই টুর্নামেন্ট নিজেদের মাটিতে আয়োজন করতে নারাজ।
২০২৩ সালে এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সীমান্তে উত্তেজনার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে আপত্তি জানায়। যার ফলে শেষ পর্যন্ত সেবারের এশিয়া কাপ হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় ভাগ করে অনুষ্ঠিত হয়েছিল।
চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ঘটনা ঘটে। দুবাইতে খেলে টিম ইন্ডিয়া। আইসিসির মধ্যস্থতায় স্থির হয় আগামী তিন বছর ভারত ও পাকিস্তান কেউ কারও দেশে গিয়ে খেলবে না। এবার এশিয়া কাপ নিয়েও জটিলতা তুঙ্গে।