সংখ্যালঘু নিরাপত্তা রক্ষায় ব্যর্থ বাংলাদেশ, হিন্দু নেতা হত্যাকাণ্ডে কড়া প্রতিক্রিয়া দিল্লীর

India reacts to Hindu leader's killing in Bangladesh

Upload By K. Halder at 19th March 2025, 05:32 PM

বঙ্গবার্তা ব্যুরো,
সব সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করুন। অজুহাত খুঁজে বের করার সময় এখন নয় হিন্দু সংখ্যালঘু নেতার অপহরণ ও হত্যার ঘটনায় মুহাম্মদ ইউনূসের বাংলাদেশকে এই কড়া কূটনৈতিক প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের অভিযোগ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।


শনিবার এক্স হান্ডেলে বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভাবেশ চন্দ্র রায়ের অপহরণ এবং নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি । এই হত্যাকাণ্ড একটি ধারাবাহিক নিপীড়নের অংশ, যেখানে আগের হামলার অপরাধীরা আজও শাস্তিহীনভাবে ঘুরে বেড়াচ্ছে।


বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি এবং আবারও অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই,তাদের দায়িত্ব হল সব সংখ্যালঘুর, বিশেষত হিন্দুদের, সুরক্ষা নিশ্চিত করা। অজুহাত খুঁজে বের করার সময় এখন নয়।


গত জুলাই মাসের আন্দোলন এবং অগাস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ইসলামি মৌলবাদ ক্রমেই বেড়ে চলেছে বলে অভিযোগ। এই আবহে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার সংখ্যাও বাড়ছে। তাই আতঙ্ক বাড়ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের মধ্যে। অনেকেই আর আশ্বাস রাখতে পারছেন না ইউনূস প্রশাসনের উপর, এমন টাই লেখা হয়েছে বিবৃতিতে।

00:12