ফের কাশ্মীর ইস্যুর জিগির পাকিস্তানের,জবাব ভারতের

India responds to Pakistan on Kashmir issue

Upload By K. Halder at 17th March 2025, 06:35 PM

বঙ্গবার্তা ব্যুরো,
কাশ্মীর ইস্যুতে পাক সেনাপ্রধানের বক্তব্যের কড়া জবাব দিল ভারত। ভারতের বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিল যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রবাসী পাকিস্তানিদের একসভাতে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেন, কাশ্মীর ইসলামাবাদের জীবনরেখা ছিল, আছে এবং থাকবে। তিনি আরও বলেন, আমরা একে ভুলবো না। আমাদের কাশ্মীরি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামকে আমরা কখনো ছেড়ে দেব না।


পাক সেনাপ্রধানের এমন মন্তব্যের পরেই বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রতিক্রিয়ায় বলেন, এটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল।পাকিস্তানের সঙ্গে এর একমাত্র সম্পর্ক হল অবৈধভাবে দখলকরা অঞ্চল ছেড়ে দেওয়া। পাকিস্তানের সেনাপ্রধান বলেছিলেন, কাশ্মীর হল পাকিস্তানের জিউগুলার ভেন। প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রক বলেছে, বিদেশী কোনও জিনিস কীভাবে জিউগুলার ভেন হতে পারে?
প্রবাসী পাকিস্তানিদের সভাতে বক্তব্য রাখতে গিয়ে ভারত ও পাকিস্তানকে দুই আলাদা জাতি হিসেবে তুলে ধরে জেনারেল মুনির বলেন, আমরা এক জাতি নই। এই কারণেই আমাদের পূর্বপুরুষরা এই দেশ গঠনের জন্য সংগ্রাম করেছিলেন। তাদের এবং আমাদের অনেক ত্যাগের ফসল এই পাকিস্তান।


এদিন ভারতীয় সেনা নিয়েও হাস্যকর উপমা টানেন পাক সেনা প্রধান। বালোচ বিচ্ছিন্নতাবাদীদের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের কি মনে হয় এই জঙ্গিরা পাকিস্তানের ভাগ্য বদলে দেবে? আমরা ১৩ লক্ষ ফৌজের ভারতীয় সেনাকেই ভয় পাই না। তাহলে এই জঙ্গিরা কী করে পাক সেনাকে হারাবে?

14:06