প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ ভারতের ফ্রান্সের সঙ্গে ২৬ টি রাফাল যুদ্ধ বিমানের চুক্তি

Upload By K. Halder at 28th April 2025, 6:58 PM

বঙ্গবার্তা ব্যুরো,
প্রতিরক্ষা ক্ষেত্রে বায়ু সেনার শক্তি আরো জোরদার করতে ফ্রান্সের কাছে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। ফরাসি প্রতিরক্ষা সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে এই নিয়ে আজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অত্যাধুনিক এই যুদ্ধবিমান কেনার জন্য খরচ হবে ৬৩,০০০ হাজার কোটি টাকা। এই যুদ্ধবিমানগুলির মধ্যে থাকবে ২২টি এক আসনের রাফাল এম যুদ্ধবিমান এবং দুই আসনের ৪টি ট্রেনার যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ থেকে এগুলি উড়ে গিয়ে লক্ষ বস্তুতে আঘাত হানতে পারবে।

বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে মোতায়েন করার উদ্দেশ্যে এগুলো ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে ভারত তার নৌবাহিনী ও বায়ু সেনার মিলিত শক্তি আরও বাড়াবে এবং বিশ্বমানের যুদ্ধে আরও সক্ষমতা অর্জন করবে। চুক্তির মধ্যে রয়েছে আধুনিক অস্ত্র, সিমুলেটর, খুচরো যন্ত্রপাতি, ট্রেনিং সেবা এবং ফরাসি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ সহায়তা।


বর্তমানে শুধু ফ্রান্সের নৌবাহিনীই এই জেট ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, নৌবাহিনীর জন্য এই মুহূর্তে রাফাল এম-জেট বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান। এতে রয়েছে সাফরন গ্রুপের উন্নত ল্যান্ডিং গিয়ার,ফোল্ডিং উইংস, শক্তিশালী আন্ডারকারেজ, ডেক ল্যান্ডিং ও টেলহুকের মতো অতি আধুনিক সব ফিচার। যা উত্তাল সমুদ্রে ল্যান্ডিংয়ে অত্যন্ত প্রয়োজনীয়।এর মাধ্যমে ভারতের সামরিক শক্তি আরও তীক্ষ্ণ হবে এবং বিশ্বমানের সামরিক বাহিনীর সঙ্গে প্রতিযোগিতায় ভারত আরও শক্তিশালী হবে।

12:53