বঙ্গবার্তা ব্যুরো,
সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে তুলোধোনা করল ভারত। সোমবার পাকমন্ত্রী খোয়াজা আসিফের মন্তব্যের কথা উল্লেখ করে ইসলামাবাদের ভূমিকার কথা তুলে ধরেন ভারতের তরফে রাষ্ট্রসংঘে স্থায়ী ডেপুটি প্রতিনিধি যোজনা প্যাটেল। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের এক ভাইরাল হওয়া সাক্ষাৎকারের ভিডিও তে তিনি বলেন তার দেশ গত তিন দশক ধরে সন্ত্রাসে সমর্থন, অর্থ সাহায্য দেওয়া, জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আসছে। আসিফের সেই বক্তব্যকেই হাতিয়ার করে পহেলগামে জঙ্গি হামলার ঘটনার নিন্দা করতে গিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের তুলোধনা করল ভারত।
রাষ্ট্রসঙ্ঘে যোজনা প্যাটেল বলেন, খোয়াজা আসিফের এই স্বীকারোক্তি অপ্রত্যাশিত নয় এবং এটি পাকিস্তানকে একটি দুষ্কৃতকারী রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে যারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে।তিনি আরও বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই স্বীকারোক্তি গোটা বিশ্ব শুনেছে। বিশ্ব আর চোখ বন্ধ করে থাকতে পারে না। যোজনা প্যাটেল জানান, ২০০৮ সালে মুম্বই হামলার পরে পহেলগামের জঙ্গি হানাতেই সবচেয়ে বেশি নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে। পহেলগাম কাণ্ডের পরে বিশ্বের বিভিন্ন দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েছে এবং ভারতের প্রতি সংহতির বার্তা দিয়েছে, সে কথাও উল্লেখ করেন তিনি।
এভাবে ভারতের পাশে দাঁড়ানোর জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও নিরপেক্ষ সমর্থন ও সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।রাষ্ট্রসঙ্ঘের ভিক্টিম্স অফ টেররিস্ট অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক বা ভোটান মঞ্চের প্রতিষ্ঠা সংক্রান্ত আলোচনাসভায় বক্তৃতা করছিলেন প্যাটেল। সেখানে ভারতকেও ভিন দেশের সন্ত্রাস এর শিকার বলে বর্ণনা করেন তিনি।