মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে ভারত পাকিস্তান মুখোমুখি

Published by Subrata Halder, 16 June 2025, 10:01 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
২০২৪ এর ডিসেম্বরে সমঝোতার মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আইসিসি আয়োজিত টুর্নামেন্টে এক দেশ অন্যদেশে গিয়ে খেলবে না। অর্থাৎ হাইব্রিড মডেল অনুসরণ করে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে।
কিন্তু সম্প্রতি মে মাসে যুদ্ধ পরিস্থিতির পর সেই পরিকল্পনা আরও জটিল হয়েছে। দুই দেশের যুদ্ধের মধ্যে ভারতীয় সাবেক ক্রিকেটারদের কেউ কেউ আর কখনো আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের মুখোমুখি না হওয়ার কথা বলেন। যে কারণে ভবিষ্যতে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ নিয়ে শুরু হয় অনিশ্চয়তা।
অবশেষে সেই অনিশ্চয়তা দূর হয়েছে। আসন্ন ২০২৫ এ মেয়েদের একদিনের বিশ্বকাপে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো দিন তারিখও জানিয়েছে।