সুনীল ছেত্রির উপর আস্থা রেখে শিলং এ মানোলোর ভারত

বঙ্গবার্তা ব্যুরো,
আজ শিলংয়ে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে মানোলো মার্কুয়েজের ভারত। প্রতিপক্ষ মালদ্বীপ। বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে মালদ্বীপ ম্যাচ ভারতের কাছে ড্রেস রিহার্সাল। শিলংয়ে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নিয়ে উন্মাদনার সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যেও।পাশাপাশি, সুনীল ছেত্রীর ফিরে আসা সেই উন্মাদনায় বাড়তি বারুদ যোগ করেছে। মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে নিজেদের লক্ষ্য পরিষ্কার করে দিলেন ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ রোকা। তিনি বলেন, তার দল এখানে প্রথমবার খেলছে আবহাওয়া চমৎকার। গত বছর যখন শিলংয়ে ডুরান্ড কাপে ম্যাচ দেখেছিলেন তখনই মনে হয়েছিল, ‘মাঠ, দর্শক, আবহওয়া সবকিছুই চমৎকার।


অন্যদিকে, সুনীলের অবসর ভেঙে মাঠে ফেরা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। তবে সকল প্রশ্নের উত্তর দিয়ে ভারতীয় তারকা ফুটবলারের পাশে দাঁড়ালেন মানোলো মার্কুয়েজ রোকা। তিনি বলেন, আমি নিশ্চিত নই সুনীল ছেত্রী শুরু থেকেই মাঠে নামবে কিনা। আমরা ছয়টি পরিবর্তন করতে পারব, তাই মোট ১৭ জন খেলোয়াড় মাঠে নামতে পারবে এবং সুনীল তাদের একজন হবেন। তবে মানোলো একথাও বলেন, সুনীল ছেত্রী এই মরশুমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। একজন খেলোয়াড়ের বয়স যাইহোক না কেন, তার পারফর্মেন্স দেখে তাঁকে বিচার করা উচিৎ। শিলংয়ে ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ফুটবলপ্রেমীরা মুখিয়ে আছেন, কীভাবে মাঠে নিজেদের মেলে ধরবে ব্লু টাইগাররা।
অন্যদিকে, জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার মেহতাব সিং বলেন, আমরা প্রথমবার শিলংয়ে ম্যাচ খেলব। উত্তরপূর্ব ভারত ফুটবল সমর্থকদের জন্য বিখ্যাত। মালদ্বীপ ম্যাচের প্রসঙ্গে তিনি বলেন, এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ।জয়ের লক্ষ নিয়েই মাঠে নামব।

অন্যদিকে, সুনীলের অবসর ভেঙে মাঠে ফেরা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। তবে সকল প্রশ্নের উত্তর দিয়ে ভারতীয় তারকা ফুটবলারের পাশে দাঁড়ালেন মানোলো মার্কুয়েজ রোকা। তিনি বলেন, “আমি নিশ্চিত নই সুনীল ছেত্রী শুরু থেকেই মাঠে নামবে কিনা। আমরা ছয়টি পরিবর্তন করতে পারব, তাই মোট ১৭ জন খেলোয়াড় মাঠে নামতে পারবে এবং সুনীল তাদের একজন হবেন।” পাশাপাশি, মানোলো একথাও বলেন, “সুনীল ছেত্রী এই মরশুমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। একজন খেলোয়াড়ের বয়স যাইহোক না কেন, তাঁর পারফর্মেন্স দেখে তাঁকে বিচার করা উচিৎ।” শিলংয়ে ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ফুটবলপ্রেমীরা মুখিয়ে আছেন, কীভাবে মাঠে নিজেদের মেলে ধরবে ব্লু টাইগাররা।

অন্যদিকে, জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার মেহতাব সিং বলেন, “আমরা প্রথমবার শিলংয়ে ম্যাচ খেলব। নর্থইস্ট ফুটবল সমর্থকদের জন্য বিখ্যাত।” পাশাপাশি, মালদ্বীপ ম্যাচের প্রসঙ্গে তিনি বলেন, “এই ম্যাচটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যই মাঠে নামব।”

14:29