চ্যাম্পিয়নস ট্রফিতে রবিবার ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড

বঙ্গবার্তা ব্যুরো,
রবিবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখী হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই ফাইনালে উঠে গিয়েছিল ভারত। বুধবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠল নিউজিল্যান্ড।
বুধবার প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস খাড়া করে নিঊজিল্যান্ড। জেতার জন্য তারা দক্ষিণ আফ্রিকার সামনে ৩৬২ রানের টার্গেট রাখে। জবাবে সাউথ আফ্রিকা ৩২১ রানে ইনিংস শেষ হয়ে যায়।
নিউজিল্যান্ডের হয়ে দু জন সেঞ্চুরি করে। কেন উইলিয়ামসন এবং রাচিন রবীন্দ্র । তাদের দুজনের সামনে সাউথ আফ্রিকার বোলাররা কোনও সমস্যাই তৈরি করতে পারে নি। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি করেন ডেভিড মিলার।এদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে নিজিল্যান্ড। রবিবার ফাইনাল ভারত-নিউজিল্যান্ড দু দলেরই মনোবল তুঙ্গে। ফলে ক্রিকেট দর্শকরা এক উত্তেজক ফাইনাল দেখতে পাবে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের অভিমত।