ফের ফিফার নির্বাসনের মুখে পড়বে ভারত

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- এআইএফএফ

আইএসএল নিয়ে জটিলতা চলছে। কবে এই টুর্নামেন্ট শুরু হবে তা স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে আবার ফিফা নির্বাসনের খাঁড়া নেমে আসতে পারে ভারতীয় ঘরোয়া ফুটবলের উপর।

গত শুক্রবার সুপ্রিম কোর্টে আইএসএল নিয়ে শুনানি ছিল বিচারপতি নরসীমা ও জয়মাল্য বাগচি এআইএফএফ ও এফএসডিএল-কে একসঙ্গে বসে এমআরএ-র ভবিষ্যৎ নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। আগামী শুনানি ২৮ আগস্ট দুপুর ১.১৫ মিনিট থেকে। আইএসএল কোন পথে? জানতে অপেক্ষা করতে হবে ২৮ অগাস্ট শুনানি পর্যন্ত।
মূলত মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) ঘিরেই এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যে দীর্ঘদিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছে। এমআরএ ইন্ডিয়ান সুপার লিগের প্রশাসনিক কার্যকলাপের মূল কাঠামো। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বরে।

ভারতের ফুটবল মরশুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে এআইএফএফ ও আইএসএলের পরিচালনার দায়িত্বে থাকা এফএসডিএলের মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে বিতর্কের জেরে। এতে রীতিমতো বিরক্ত এএফসি ও ফিফা। প্রচ্ছন্ন ভাবে হুমকির সুরে এএফসি ও ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছে, দ্রুত এই অচলাবস্থার অবসান না ঘটালে নির্বাসনের মুখে পড়তে হবে ভারতকে।

এর আগে ২০২২ সালে ফিফা নির্বাসিত করে ভারতকে। এবার সেই সম্ভবনা রয়েছে। একবার নির্বাসিত হলে সিনিয়র হোক কিংবা জুনিয়র, ভারতের কোনও জাতীয় দলই কোনও রকম আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না।নির্বাসনের ধাক্কায় যেন কয়েক যুগ পিছিয়ে গেল ভারতীয় ফুটবল। কারণ ভারতীয় ফুটবলের ব়্যাঙ্ক ফের শূন্য থেকে শুরু হবে। ফের শূন্য থেকে লড়াই শুরু করতে হবে সুনীলদের।

ছবি- এআইএফএফ