ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের

Indian and Chinese students sue Trump administration over visa cancellation

Upload By K. Halder at 20th March 2025, 02:49 PM

বঙ্গবার্তা ব্যুরো,
সদ্য কয়েক হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন । এবার এই পদক্ষেপের বিরুদ্ধে মামলা দায়ের করল ৫ ভারতীয় ও চীনা পড়ুয়া। মামলার আবেদনে বলা হয়েছে, এফ-১ স্ট্যাটাস বাতিলের কারণে শিক্ষার্থীরা মার্কিন দেশে অবৈধ অভিবাসী হয়ে যাচ্ছেন।

এর ফলে তাদের তাদের আটক করা হচ্ছে । এর জেরে বিদেশে নির্বাসন দেওয়ার মতো পরিস্থিতি এবং গুরুতর অর্থনৈতিক সংকটে পড়ছেন শিক্ষার্থীরা।


আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বা এসিএলইউ নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল কোর্টে এই মামলা দায়ের হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে শিক্ষার্থীদের শুধু গ্রেপ্তার বা ডিপোর্টেশনের ঝুঁকিই নয়, অনেকেই তাদের ডিগ্রি সম্পূর্ণ করতে পারছেন না এবং গ্র্যাজুয়েশনের পর অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রামে কাজ করার সুযোগ পাচ্ছেন না।


মামলাকারী তিন ভারতীয় শিক্ষার্থী হলেন লিঙ্কিথ বাবু গোরেল্লা, থানুজ কুমার গুম্মাদাভেলি এবং মানিকান্ত পাসুলা। এছাড়াও মামলাকারী দুই চীনা শিক্ষার্থী হলেন হাংরুই ঝাং ও হাওয়াং আন।

08:53