Published By Subrata Halder, 06 May 2025, 02:50 pm
বঙ্গবার্তা ব্যুরো,
কোনও পাক সামরিক আস্তানা নয়। ভারতীয় বাহিনীর জবাবি হামলার লক্ষ্য ছিল শুধু পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি। প্রায় ৯টি এরকম জঙ্গি ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। সেনা সূত্রে খবর ১৯৭১ এর পর এই প্রথম ভারতের তিন বাহিনী একযোগে কোনও হামলা চালাল।
অপারেশন শুরু হয় রাত ১টা ৪৪ মিনিটে। প্রধানমন্ত্রী নিজে রাত জেগে এই অপরেশনের ওপর নজর রাখেন। ভারতীয় বাহিনীর নিশানা ছিল এমন সব ঘাঁটি যেখানে থেকে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসবাদীরা হামলা চালাত। ভারতীয় বাহিনী ‘কামিকোজ ড্রোন’ এবং লোইটারিং অ্যামিউনেশন ব্যবহার করা হয়। এগুলি লক্ষ্যবস্তুতে ধাক্কা লেগে বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি বায়ুসেনা এবং ‘নৌসেনার প্রিসিশন স্ট্রাইক’ অস্ত্র ব্যবহার করা হয়। এগুলি অত্যাধুনিক অস্ত্র। ভারতের হামলায় জইশএ মহম্মদ এবং লস্কর ই তৈবার মতো জঙ্গি সংগঠনের একাধিক ঘাঁটি মাটিতে মিশে গিয়েছে।
ভারতীয় সেনার এই হামলার নাম দেওয়া হয়েছে সিঁদুর। যার তাৎপর্য হলো, জঙ্গীরা যেমন বেছে বেছে পুরুষদের খুন করেছে, তাদের স্ত্রী দের সিঁথির
সিঁদুর মুছে দিয়েছে। তারই পাল্টা হিসেবে সেনার এই অপারেশন সিঁদুর। যার উদ্দেশ্য জঙ্গি নিধন।
অবশ্য পরোক্ষে এই যুদ্ধে পাকিস্তান ও জুড়ে যাচ্ছে। কারণ সন্ত্রাসবাদীদের আশ্রয় ও মদত দাতা পাকিস্তান। যার প্রমাণ, ভারত যুদ্ধ প্রস্তুতি নেওয়ার পরেই পাকিস্তান জৈশ প্রধান হাফিজ সৈঈদ কে আন্ডার গ্রাউন্ডে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। এমন কি জঙ্গিদের পক্ষেই দাঁড়ায় পাকিস্তান