ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দল ঘোষণা, টেস্টর অধিনায়ক শুভমণ গিল

Published By Subrata Halder, 24 May 2025, 09:17 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা আর বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট থেকে। ইংল্যান্ডের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ভারতকে।শুরু করতে হবে নতুন অধ্যায়।
সেই নতুন অধ্যায়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুভমন গিল । ২০ শে জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সহ অধিনায়ক থাকছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ।
১৮ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহম্মদ শামির। টেস্ট দলে নতুন মুখ সাই সুদর্শন ও আর্শদীপ সিং। দীর্ঘদিন পর ফিরেছেন করুন নায়ার।
ভারতের টেস্ট স্কোয়াড শুভমান গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, নিতিশ কুমার রেড্ডি, লোকেশ রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, যশপ্রিত বুমরা, আকাশদীপ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা। বিসিসিআই এর নির্বাচকদের লক্ষ ইংল্যান্ড সফরে তরুণ ব্রিগেড পাঠিয়ে তার থেকেই ভবিষ্যতের পোক্ত দল তৈরি করে ফেলা।

20:44