ভারতীয়দের হাতকড়া পরানো সংসদে মেনে নিলেন বিদেশ মন্ত্রী


বঙ্গবার্তা ব্যুরো,
চাপের মুখে নতি স্বীকার করল মোদি সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মেনে নিলেন যে ১০৪ জন ভারতীয়কে হাতকড়া এবং শেকল পরিয়েই ফেরত পাঠিয়েছিল আমেরিকা।একই সঙ্গে তিনি সাফাই দেওয়ার চেষ্টা করেন যে মহিলা ও শিশুদের হাতকড়া পরানো হয়নি।
এদিন সংসদের দুই কক্ষেই এই ইস্যুতে তুমুল হট্টগোল হয়। দুই সভাই দফায় দফায় মুলতুবি করে দিতে হয়। দুটোর পর ফের রাজ্যসভা শুরু হলে বিরোধীরা প্রতিবাদ জানাতে শুরু করলে চেয়ারম্যান জগদীপ ধনকড় বলেন, বিদেশমন্ত্রী এই ইস্যুতে সভায় বিবৃতি দেবেন। এরপরেই সভার কাজ শুরু হয়।
বিদেশমন্ত্রী স্বীকার করেন ভারতীয়দের হাতকড়া এবং শেকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর সাফাই মহিলা এবং শিশুদের হাতকড়া পরানো হয় নি। তাঁদের শৌচালয়ও ব্যবহার করতে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন এটা কোন বিচ্ছিন্ন বিষয় নয় অথবা শুধুমাত্র ভারতীয়দের সঙ্গেই করা হয়েছে এমন নয়। বিভিন্ন দেশের যে সব অবৈধ নাগরিক আমেরিকায় বসবাস করছিলেন তাঁদেরও এ ভাবেই ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন এই বিষয়ে আন্তর্জাতিক আইন রয়েছে।
বিদেশমন্ত্রী বলেন প্রত্যেক দেশেরই উচিত তাঁদের অবৈধ নাগরিকদের ফিরিয়ে নেওয়া। তিনি দাবি করেন আমেরিকা প্রশাসনের সঙ্গে ভারতীয়দের যাতে সম্মানের সঙ্গে ফেরত পাঠানো হয় তা নিয়ে সরকার আলাপ আলোচনা করছে।
সূত্রের খবর, রাজ্যসভার পর বিদেশমন্ত্রী লোকসভাতেও এই ইস্যুতে বিবৃতি দেবেন।