শুল্ক আতঙ্কে ধস ভারতের শেয়ার বাজারে, অবস্থানে অনড় ট্রাম্প

Traders watching plunging stock market charts amid global tariff panic

বঙ্গবার্তা ব্যুরো,
ট্রাম্পের নতুন শুল্কনীতির জের পতন অব্যাহত শেয়ারবাজারে।সোমবার সকালেও এশিয়ার বাজারে ধাক্কার জেরে প্রথম দিকে জাপানের নিক্কেই সূচক ৭ শতাংশের বেশি পড়ে গেছে।সিউলে কসপি ৪.৮ শতাংশ কমেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ব্লু-চিপ স্টক, সোমবার খোলার কয়েক মিনিট পর ৬ শতাংশ পড়ে যায়।

তাইওয়ানের শেয়ার সূচকও খোলার সময় ৯.৮ শতাংশ পড়ে।সপ্তাহ শেষে বড় ধাক্কা খেয়েছে মার্কিন শেয়ার বাজার।ট্রাম্পের নতুন আর্থিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও অন্যান্য শহরের রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন হাজার হাজার মানুষ।


টানা দু দিন ধরে বিশ্বব্যাপী শেয়ার বাজার ভেঙ্গে পড়ার পর, সিএনবিসির জিম ক্রেমার সতর্ক করে বলেছেন, বিশ্ব বাজারে রক্তপাত ১৯৮৭ সালের ‘ব্ল্যাক মানডে’র মতো ক্র্যাশে পরিণত হতে পারে।জেপি মরগানের অর্থনীতির প্রধান ব্রুস কাসম্যান ৬০ শতাংশ মন্দার বিপদের কথা ঘোষণা করেছেন।

সোমবার এশীয় শেয়ার বাজারগুলো রক্তাক্ত অবস্থায় খোলার পর মার্কিন ফিউচারগুলো ওয়াল স্ট্রিটে উল্লেখযোগ্য ক্ষতির ইঙ্গিত দিয়েছে। যদিও ঘরে বাইরে নানা সমালোচনা আর প্রতিবাদ সত্ত্বেও ট্রাম্প প্রশাসন তাদের ব্যাপক শুল্ক পরিকল্পনা থেকে পিছু হটার কোনো লক্ষণ দেখায়নি। শুল্ক হামলা শুরুর পর থেকে মার্কিন কোম্পানিগুলোর থেকে ট্রিলিয়ন ডলার মুছে যাওয়ার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কখনো কখনো কিছু ঠিক করতে ওষুধ খেতে হয়।

12:30