Upload By K. Halder at 15th March 2025, 08:08 PM
বঙ্গবার্তা ব্যুরো,
মঙ্গলবার বাংলা নতুন বছরে বাজার খোলার সঙ্গে সঙ্গেই দাপট দেখাতে শুরু করে দেয় শেয়ার মার্কেট। দিনের শুরুতেই বিএসই বা সেনসেক্সের সূচকে দেখা যায় রকেট উত্থান। বাজার খুলতেই ১৫০০ পয়েন্টেরও বেশি বেড়ে যায় সেনসেক্স সূচক। একই গতি দেখা গিয়েছে নিফটিতেও।
সকালে সেনসেক্স ১,৫৭৬ পয়েন্ট বা ২.১ শতাংশ বেড়ে ৭৬,৭৩৩ পয়েন্টে এবং নিফটির সূচক ৪৭০ পয়েন্ট বা ২.০৬ শতাংশ বেড়ে ২৩,২৯৮ পয়েন্টের আশপাশে ঘোরাফেরা করে। প্রায় ২৫২৯টি শেয়ারের দাম বেড়েছে, ৩৭৪ টি শেয়ারের দাম কমেছে। মঙ্গলবার, বিশ্ববাজার থেকে পাওয়া ইতিবাচক ইঙ্গিতের প্রেক্ষিতে বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি ৫০ যথাক্রমে ৭৬,৭০০ ও ২৩,৩০০-এর উপরে উঠে যায়।এদিন সেনসেক্স ১,৫৭৮ পয়েন্ট বা ২.১০ শতাংশ বেড়ে ৭৬,৭৩৪.৮৯ পয়েন্টে বন্ধ হয়, এবং নিফটি ৫০ সূচক ৫০০ পয়েন্ট বা ২.১৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৩,৩২৮.৫৫-এ।

এ মাসের শুরুতেই ২রা এপ্রিল শুল্ক ঘোষণা করে বাজারের কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার অভিঘাতে অন্যান্য দেশের মতো ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজারও। তবে প্রাথমিক ধাক্কা খেলেও বিশ্বের মধ্যে প্রথম ট্রাম্পের ট্যারিফের জেরে তৈরি হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হল ভারতীয় শেয়ারবাজার। মুম্বইয়ে মঙ্গলবার লেনদেন শুরু হতেই ব্যাপক ঊর্ধ্বমুখী হয়ে ওঠে বাজার। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের কঠোর শুল্ক নীতির প্রেক্ষিতে বিশ্ববাজারে অস্থিরতা ছড়ালেও, ভারতীয় বাজারকে তুলনামূলকভাবে নিরাপদ’ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা।