Upload By K. Halder at 19th March 2025, 04:20 PM
বঙ্গবার্তা ব্যুরো,
কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রীর। কানাডার ওন্টারিও প্রদেশের হ্যামিলটন শহরে এই ঘটনা ঘটেছে । তিনি অন্টারিওর হ্যামিল্টনে অবস্থিত মোহক কলেজের ছাত্রী ছিলেন। জানা গেছে ২১ বছর বয়সী হারসিমরত রন্ধাওয়া কর্মস্থলে যাওয়ার জন্য যখন বাস স্টপেজে দাঁড়িয়ে ছিলেন, তখন একটি গাড়ি থেকে এক যাত্রী গুলি ছোঁড়েন। আচমকা বুলেটের আঘাতে তিনি জখম হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। হ্যামিল্টন পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করছে এবং নিশ্চিত করেছে যে হারসিমরত একজন নির্দোষ দর্শক ছিলেন।

টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল শুক্রবার বিবৃতিতে জানিয়েছেন, হ্যামিল্টনে ভারতীয় ছাত্রী হারসিমরত রন্ধাওয়ার মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, তিনি দুটি গাড়ির মধ্যে গুলিবিনিময়ের সময় গুলিতে আক্রান্ত হয়ে মারা যান। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার জন্য। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।
সংগৃহীত ভিডিয়োর মাধ্যমে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে একটি কালো মার্সিডিজ এসইউভির যাত্রী একটি সাদা সেডান গাড়ির আরোহীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। সেই গুলি চালানোর কিছুক্ষণ পরই সাদা সেডানটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।