ক্রম তালিকায় ভারতের পতন অব্যাহত, ফিফার নীতিকেই দায়ী করলেন কল্যাণ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ফিফা ক্রম তালিকায় ভারতের পতন অব্যাহত। এবার ফিফা ক্রম তালিকায় পতন নিয়ে অবাক করা দাবি করলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। ক্রমতালিকায় কোন দল কোথায় থাকবে তা ঠিক হয় ‘এলো’ মডেলের ভিত্তিতে। সেখানে শুধু বর্তমান নয়, প্রতিটা দলের অতীতের পারফরম্যান্সও খতিয়ে দেখা হয়। পাশাপাশি যে দলের বিরুদ্ধে খেলা হচ্ছে, সেই দলের র্যাাঙ্কিংও গুরুত্ব পায়। এই পদ্ধতিকেই দায়ী করেছেন কল্যাণ।

কোনও জাতীয় দলের ফিফা র্যাইঙ্কিং নির্ভর করে সাম্প্রতিক কয়েক বছরের ঐতিহাসিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে। প্রত্যেক ম্যাচের ফলাফলের উপর পয়েন্ট বাড়া বা কমার বিষয়টা নির্ভর করে।২০২৩ সালে যখন দায়িত্ব নিই, তখন ১০৬ থেকে ৯৯-এ উঠে এসেছিল ভারতীয় ফুটবল। আর এখন আমরা ১৩৩-এ নেমে গিয়েছি।

কল্যাণের দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সালে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে হেরেছিল ভারত। সেই হার ভারতকে বড় ধাক্কা দিয়েছে।
তিনি বলেন, ‘গত এক দশকে ভারতীয় ফুটবলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত স্টেডিয়াম, পেশাদারিত্বপূর্ণ ক্লাব ব্যবস্থাপনা, খেলোয়াড়দের বেতন বৃদ্ধি এবং বিশ্বমানের সম্প্রচার ব্যবস্থা। আইএসএল এখন এশিয়ার অন্যতম জনপ্রিয় লিগ’। তবে তিনি আরও জানান, ‘কিন্তু ঘরোয়া ফুটবলের এই সাফল্য জাতীয় দলের পারফরম্যান্সে প্রতিফলিত হয়নি।
আইএসএল নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

যার ফলে সমস্যা বাড়ছে ক্লাবগুলোর। প্রত্যেক ক্লাব দল গঠন করে ফেলেছে। কিন্তু দেশের একনম্বর লিগের ভবিষ্যৎ ঘোর অন্ধকারে, । ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে লিগ শুরুর আগে সুপার কাপ হবে। এআইএফএফের সভাপতি দাবি করেছেন, আইএসএল হবেই।